প্রকৃতির কথা উচ্চারণেই

প্রকৃতির কথা উচ্চারণেই

তুমি প্রকৃতি, আদি শক্তি
চরাচরে বিস্তার ।
মনে পড়াচ্ছ , তবু মনুষ্য- স্বভাব,
ভুলে যাচ্ছে বারবার ।

প্রকৃতির কথা উচ্চারণেই ।
আলোচনায় মাতে বুদ্ধিমানে ।
ভাবনা-চিন্তা-জল্পনা তে
দোষ খুঁজি এর তার ।
কৃত্রিমতা বিছিয়েছে চাদর,
জমিতে রাসায়নিক সার।

অভাবে যেমন ঈশ্বরবোধ ,
অস্ত্র ধরেছে সৈনিক ।
মাদুর কাঠির জায়গা নিয়েছে
মেশিনে তৈরি প্লাস্টিক ।

So, be careful about generic viagra online the dosage before you select kamagra order. Hence, if you’re not susceptible to the cold, you have to make sure your HVAC buy viagra line is always up and running. The main reason is that this kind of medicine has minimum ads for getting the http://amerikabulteni.com/2013/03/22/butun-dunyada-24-saatte-meydana-gelen-internet-aktivitesini-sadece-8-saniyede-seyredin/ cialis prescription impotence condition. Controlling all these habits can certainly ensure wellbeing and sale levitra lessen risks to high cholesterol and impotence along with weight management and better insulin resistance.
গাছের ছাল ছেড়ে মানুষ
চড়িয়েছিল সুতো ।
এখন প্রগতি লাগামহীন,
খেয়েই চলেছ গুঁতো ।

তোমার রোষ নয় অনুচিত
বুঝতে পেরেছে যারা ,
ভুল শোধরানোর চেষ্টায়
করছে হুড়ো –তাড়া ।

ঠেকে শেখে বরাবরই
এই তো জাতির স্বভাব।
বুদ্ধিমানেরা সংখ্যায় কম,
উদ্যোগী -জনেরও অভাব।

Share with:

  • IndianPad
  • del.icio.us
  • StumbleUpon
  • Facebook
  • Mixx
  • Digg
  • Google Bookmarks
  • Live
  • MySpace
  • Yahoo! Bookmarks
  • LinkedIn
  • email
  • Print

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.