Aren’t you ashamed as a Hindu

দেশের বিভিন্ন স্থানে থেমে নেই মন্দিরে আগুন, প্রতিমা ও ঘরবাড়ি ভাংচুর। রাত জেগে পাহারা দিয়েও থামানো যাচ্ছে না দুর্বৃত্তদের। সোমবার রাতে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া এবং নোয়াখালীর চাটখিলে পুড়িয়ে দেওয়া হয়েছে ১০০ বছরের ঐতিহ্যবাহী মন্দির। চাঁদপুরে প্রতিমা ভাংচুর করে ফেলে দেওয়া হয় দীঘিতে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে উপজেলা জামায়াতের সাবেক আমিরসহ ৫ জনকে আটক করা হয়েছে।
সাতকানিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব রূপকানিয়া এলাকার নাথপাড়ায় সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ১০০ বছরের প্রাচীন একটি মন্দির।
নাথপাড়া গ্রামের খোকন নাথ ও যীশু নাথ জানান, সোমবার রাত আড়াইটার দিকে মগেদ্বশ্বরী কালীমন্দিরে আগুন দেয় দুর্বৃত্তরা। তারা জানান, দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় একটি ঘর ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। পরে পাড়ার লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইসমাইল মন্দিরে আগুন দেওয়ার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার গভীর রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম করটখিল গ্রামের চিন্তাহরণ দেবনাথের বাড়িতে ১০০ বছরের সনাতন হরিসভা মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে একটি ঢোলসহ পূজার সামগ্রী ও সরঞ্জাম পুড়ে যায়। মন্দিরে আগুন দেওয়ার পর স্থানীয় হিন্দু সম্প্র্রদায়ের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের পশ্চিম করটখিল গ্রামে
সোমবার রাত ১টার দিকে মৃত চিন্তাহরণ দেবনাথের বাড়িতে শত বছরের পুরনো সনাতন হরিসভা মন্দিরের জানালার ফাঁক দিয়ে কাগজে দাহ্য পদার্থ মিশিয়ে তাতে আগুন দেয় দুষ্কৃতকারীরা। এ সময় আগুনে মন্দিরের ভেতরে থাকা ঢোল পুড়ে গিয়ে বিকট শব্দ হয়। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ শুনে বাড়ি ও আশপাশের লোকজন এসে আগুন নেভান। চাটখিল থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্দিরে অগি্নসংযোগের ঘটনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাটখিল শাখার সভাপতি এস চক্রবর্তী সমীর ও শ্রীশ্রী গৌরনিতাই সেবাশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি ঊষারঞ্জন পাল গভীর উদ্বেগ প্রকাশ করে মন্দিরে অগি্নসংযোগকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
চাঁদপুরে একটি মন্দিরে মূর্তি ভাংচুর করে দীঘিতে ফেলে দেয় দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়নের মালিবাড়ির মহাদেব মন্দিরের সেবক দীনেশ চন্দ্র বলেন, রাত সাড়ে ১১টা পর্যন্ত আমরা মন্দিরে ছিলাম। এর পর ঘুমাতে চলে যাই। রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত এসে আমাদের মন্দিরের মূর্তি ভাংচুর শেষে পার্শ্ববর্তী দীঘিতে ফেলে দেয়। সকালে উঠে আমরা মন্দিরের মূর্তি ভাঙা দেখতে পাই। বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
গোপালগঞ্জে মন্দিরে আগুনের ঘটনায় সোমবার রাতে কোটালীপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির এমএ মান্নানসহ ৫ জনকে পুলিশ আটক করেছে। আটককৃতদের কোটালীপাড়া থানায় জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাত ৮টায় কোটালীপাড়া উপজেলার লাখিরপাড় সাতকান্দি সার্বজনীন দুর্গা মন্দিরে অগি্নকাণ্ডের ঘটনা ঘটে।
What are the treatments of ED? A wide viagra in range of medicines is usually very good. By levitra professional showing users the ‘what if’ analysis of any proposed decision from the enterprise perspective down to the project level, most pharmacies enables an organization to effectively adapt to the need for continuous change, and promotes consensus and governance by breaking down traditional organizational barriers. It has been observed that after 30 minutes buy cialis from india of its administration in the body, it starts to react in patient’s body once the drug gets absorbed rapidly. The above list does, however, have viagra samples for sale certain criteria to it.
মনিপাড়া কালীমন্দিরে আগুন ও প্রতিমা ভাংচুরের ঘটনার পর জামায়াত-শিবিরের তাণ্ডব ঠেকাতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মন্দিরে মন্দিরে লাঠিসোটা হাতে রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে। দিনের বেলায় থাকছে কড়া নজরদারি। গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে সোমবার রাত থেকে মন্দির পাহারায় রাত জাগা শুরু করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
হিন্দু সম্প্র্রদায় অধ্যুষিত মাঝির মহল্লার বসতঘরে এবং উজিরপুরে মন্দিরে অগি্নসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে দেওয়ায় তেমন ক্ষতি হয়নি।
বসতঘরে অগি্নসংযোগের ঘটনা ঘটেছে সোমবার রাত ১০টার দিকে নগরীর নাজির মহল্লায় অমৃত লাল দে শিশুকানন বিদ্যালয় সংলগ্ন একটি ঘরে। বিদ্যালয়ের চারপাশ ঘিরে শতাধিক সংখ্যালঘু পরিবার বাস করে। মৃত সুবোধ চন্দ্র দাসের কাঠের ঘরে কেরোসিন দিয়ে সোমবার রাত ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা অগি্নসংযোগ করে। সুুবোধ দাসের ছেলে সুভাষ দাস জানান, এ সময় তারা ঘরে ছিলেন। এর মধ্যে কেরোসিন পোড়া গন্ধ পাওয়া গেলে দরজা খুলে বেরিয়ে দেখতে পান কাঠের বেড়ায় কেরোসিন দিয়ে অগি্নসংযোগ করা হয়েছে। তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলা হলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা। দরজা খোলার পর অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্তকে দৌড়ে পালাতে দেখেছেন বলে জানান তারা। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করে। কোতোয়ালি থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, অগি্নসংযোগকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
সোমবার দিবাগত রাত ৩টায় উজিরপুর উপজেলার গুঠিয়ায় মালাকার বাড়ির মন্দিরের পাশে থাকা খড়কুটোয় অগি্নসংযোগ করে দুর্বৃত্তরা। এতে তেমন ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মন্দিরে বোমা হামলা, মিরগঞ্জ-মুলাদী-মৃধারহাট সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও বেইলি ব্রিজের পাটাতন খুলে নিয়েছে হরতাল সমর্থকরা। সোমবার গভীর রাতে উপজেলার সফিপুর গ্রামের নারায়ণ মিস্ত্রী বাড়ির মন্দিরে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। থানার ওসি শাহআলম বলেন, মন্দিরের ঘটনায় প্রাথমিক তদন্ত, রাস্তায় ফেলা গাছ অপসারণ ও ব্রিজ মেরামতের কাজ চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মোস্তাফিজুর রহমান মন্দির পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সোমবার গভীর রাতে উপজেলার আদাবাড়িয়ার মাধবপুর বাজারে দুর্গা মন্দিরে অগি্নসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মাধবপুর বন্দরের দুর্গা মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নিত্যগোপাল রায় জানান, রাত প্রায় ১২টার দিকে ১০-১২ জনের একটি দুর্বৃত্ত দল লাঠির মাথায় আগুন দিয়ে মন্দিরের মধ্যে ফেলে দেয়। এ ঘটনায় মন্দিরের কাপড় ও বিগ্রহ রাখার সিংহাসনে আগুন ধরলে বাজারে থাকা লোকজন পানি দিয়ে নিভিয়ে ফেলে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান, বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্দিরের নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
কয়রা উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের দুটি বাড়ি, প্রতিমা ভাংচুর ও অগি্নসংযোগ করেছে হরতাল সমর্থকরা। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার আমাদী বাজারের পাশে কার্তিক দাস ও সোনা দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

Share with:

  • IndianPad
  • del.icio.us
  • StumbleUpon
  • Facebook
  • Mixx
  • Digg
  • Google Bookmarks
  • Live
  • MySpace
  • Yahoo! Bookmarks
  • LinkedIn
  • email
  • Print

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.