কবিতায় ছন্দের ব্যবহার

বাংলা কবিতায় ছন্দ ৩ প্রকার।

১। স্বরবৃত্ত ছন্দ

২। মাত্রবৃত্ত ছন্দ

৩। অক্ষরবৃত্ত ছন্দ

স্বরবৃত্ত ছন্দঃ

১.১. স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর/মুক্তস্বর এবং বদ্ধাক্ষর/বদ্ধস্বর উভয়কেই ১ মাত্রা ধরা হয়। যেমন: কু, খো, ধা, পা, নি, সা, সে ইত্যাদি মুক্তাক্ষর/মুক্তস্বর ১ মাত্রা এবং আজ, কাল, মন, ক্ষণ, ঋণ ইত্যাদি বদ্ধাক্ষর /বদ্ধস্বরও ১ মাত্রা । [ লক্ষণীয়- যে সকল অক্ষরের স্বর উন্মুক্ত, সে সকল অক্ষরকেই মুক্তাক্ষর বলা হয় এবং যে সকল অক্ষর/শব্দের ধ্বণি উন্মুক্ত নয়, সে সকল অক্ষর/শব্দকেই বদ্ধাক্ষর বলা হয়।] অর্থাৎ, স্বরবৃত্ত ছন্দে মুক্তস্বর ও বদ্ধস্বর উয়ভকেই এক মাত্রা ধরা হয়।

২. পূর্ণ বা মূল পর্ব সাধারনত ৪ মাত্রার হয়। তবে ২/৩/৫ মাত্রারও হতে পারে। অপূর্ণ পর্ব ১/২/৩ মাত্রার হয়।

৩. প্রতি পর্বের আদি অক্ষরে প্রবল শ্বাসাঘাত পড়ে।

৪. লয় দ্রুত।

৫. অতি পর্বের ব্যবহার হতে পারে।

৬. গানে ও ছড়ায় এই ছন্দের ব্যবহার উত্তম হয়।

৭. চলতি বা কথ্য ভাষা এই ছন্দের জন্য অধিক উপযোগী।

৮. চরণ সাধারণত মিত্রাক্ষর যুক্ত বা অন্তমিল হয়ে থাকে।

৯. একই গানের / ছড়ার / কবিতার বিভিন্ন চরণে পর্ব সংখ্যা কম/বেশি হতে পারে। তবে একই স্তবকের চরণসমূহের পর্বে মাত্রা সমান হবে।

In fact, neurons in the gut are thought to generate as much dopamine as generic levitra those in the head. It is only a commercial locksmith HB that can better serve the security interests of a business establishment. buy cialis online http://deeprootsmag.org/2012/09/07/a-late-night-breakfast-with-christian-robinson/ Together these drugs can do cialis online mastercard wonders, because the action of one injection lasts for at least two weeks. The HPI gives information on what is happening around a person. order generic levitra
মাত্রাবৃত্ত ছন্দঃ

১. মুক্তাক্ষর/মুক্তস্বর ১ মাত্রা ধরা হয় এবং বদ্ধাক্ষর/বদ্ধস্বর ২ মাত্রা ধরা হয়।

২. পূর্ণ পর্ব সাধারণত ৪/৫/৬/৭ মাত্রার হয়ে থাকে। তবে ৮ এর বেশি হয় না।

৩. লয় মধ্যম।

৪. পর্বসমূহে মাত্রা সংখ্যার সমতা থাকে।

অক্ষরবৃত্ত ছন্দঃ

১. মুক্তাক্ষর ১ মাত্রা ধরা হয়। তবে বদ্ধাক্ষর শব্দের প্রথমে ও মধ্যে থাকলে ১ মাত্রা এবং শেষে থাকলে ২ মাত্রা ধরা হয়। একটি শব্দে যদি ১ টি মাত্র বদ্ধাক্ষর/বদ্ধস্বর থাকে তবে তাকে দুই মাত্রা ধরা হয়। [ যেমন: ফুল, এক, হাত, দুই, ক্ষণ ইত্যাদি।]

২. লয় ধীর।

৩. পূর্ণ পর্ব সাধারনত ৮/১০ মাত্রার হয়। অপূর্ণ পর্ব ৬ মাত্রার হয়। কমও হতে পারে।

৪. গুরু গম্ভির বক্তব্য/ভাব প্রকাশে এই ছন্দের ব্যবহার সফল হয়।

৫. অধুনিক বাংলা কবিতায় প্রত্যেক পংতিতে/লাইনে পর্ব সংখ্যা সমান নাও হতে পারে। // (সংক্ষেপিত)

নোটঃ ছন্দ ছাড়া যে কবিতা হবে না বিষয়টা এরকম নয়। ছন্দ কবিতা সৌন্দর্যকে অনেকগুনে বাড়িয়ে দেয়। তবে বর্তমান সময়ের অনেক কবিই ছন্দের প্রয়োগ কমিয়ে দিয়েছেন।

-ক্রিয়েটিভ ক্লিন

Share with:

  • IndianPad
  • del.icio.us
  • StumbleUpon
  • Facebook
  • Mixx
  • Digg
  • Google Bookmarks
  • Live
  • MySpace
  • Yahoo! Bookmarks
  • LinkedIn
  • email
  • Print

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.