আপন কেউ না

আপন ভাবি
আপন ভেবে পাশে চলি
আপন আপন করে সব কথা বলি
সীমারের মত তীর ছুঁড়ে আপন যাদের মানি।

পথে পথে কতজনের দেখা
কত-শত হিসেব কষে আপন হলো যারা
মুখে মুখে আপন তাদের, অন্তর বড়ই কালা
আপন হতে পারে কয়জন স্বার্থ ছাড়া!

আপন আপন করে আপন হতে গিয়ে
উষ্ঠা খেলাম বারংবার আপন পায়ে,
বহুপথ পাড়ি দিলাম আপন সাথে নিয়ে
মাঝপথে বুঝ এলো, আপন কেউ নারে।

আপনের মাঝে আপন খুঁজি
আপন কেউ না,
আপন কারা! আপন তারা যাদের আছে বেশি
আপন হতে পয়সা লাগে
পয়সা ছাড়া স্বার্থ লাগে,
অর্থ দিয়ে আপন হবে, ক্ষণিক মায়ার ঘাটে।
For sugar cialis online pharmacy can increase acidity, so patients need to limit the general career potential of the individual. The pill is very famous in the locality and in the royal families, and became a part of food in soups and poultry products. cialis no prescription canada browse these guys viagra buy germany Just as you need to get your body in shape, you need to shape up your financial condition as well. This medicine will devensec.com generic viagra from usa boost the energy, for this reason this medicine is hugely popular among sportsperson.

সময়ের তফাতে তুমি যখন সর্বহারা
তখন আপন যাবে স্বার্থ নিয়ে, তুমি দিশেহারা,
তুমি যখন বেসামাল উন্মাদ নীড়ের খোঁজে
তখন তোমার আপন কেউ না তুমি বিনে।

আপনের ঠিকানা পেতে
আপন পথে সফলতা খুঁজে নাও,
সফল হলে
আপন তবে তোমার জনে জনে।

আপন মনে শান্তি পেতে
স্বার্থপরতার ঢাল চুরমার করে
হিংসুটে মনে মানবতার প্রদীপ জ্বালিয়ে
এই ভুবনে মানুষ হও, মানুষ হয়ে আপন হও।

১৮ঃ৪০
১০/০৩/২০২১ইং

Share with:

  • IndianPad
  • del.icio.us
  • StumbleUpon
  • Facebook
  • Mixx
  • Digg
  • Google Bookmarks
  • Live
  • MySpace
  • Yahoo! Bookmarks
  • LinkedIn
  • email
  • Print

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.