শিয়াল কুকুরের জয় পরাজয়

বুঝে না সে, তবুও রাত বিরাত ঘুরে
স্বার্থহীন ভাবে একমুঠো সুখের নেশায়,
মুনিবের কর্কশ ধ্বনিতে দূরদূর তাড়িয়ে
তবুও কুকুর বেহায়া মনে বাড়ির আশেপাশে ঘুরপাক খায়।

দিনশেষে কুকুর যখন ফিরে
মুনিব তখন খাবার মারে ছুঁড়ে,
কুকুরের রাগ সাজে না, কুকুরতো জানোয়ার
ন্যায় অন্যায়ের হিসেব কষলে কুকুরও জিতে।

ধ্যুর্ত শিয়ালের হুক্কাহুয়ায়
কুকুরের ডাক তলিয়ে যায়,
এ সমাজেও কিছু মানুষ শিয়াল রুপে
স্বার্থহীন মানব রুপী কুকুরকে হারিয়ে জিততে চায়।

শিয়াল কিন্তু বুঝেও বুঝে না
এই জিৎ, জিৎ নয়,
অসময়ের অক্টোপাসে পরাজিত সেসব কুকুরের একদিন জয় হয়।

২১ঃ০৫
০৪/০৩/২০২২ইং

#ফ্যাক্ট_রাশিয়া_ইউক্রেন

Share with:

  • IndianPad
  • del.icio.us
  • StumbleUpon
  • Facebook
  • Mixx
  • Digg
  • Google Bookmarks
  • Live
  • MySpace
  • Yahoo! Bookmarks
  • LinkedIn
  • email
  • Print

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.